আত্মসমর্পণ, গুড় কিনে দিয়ে মাদক ব্যবসায়ীকে পুলিশের সাহায্য

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আত্মসমর্পণ, গুড় কিনে দিয়ে মাদক ব্যবসায়ীকে পুলিশের সাহায্য । ছবি: বার্তা২৪.কম

আত্মসমর্পণ, গুড় কিনে দিয়ে মাদক ব্যবসায়ীকে পুলিশের সাহায্য । ছবি: বার্তা২৪.কম

চাঁদপুরের কচুয়া পৌরসভার করইশ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেন আবুল কালাম (৫০)। তিনি ১৮টি মামলার আসামি। স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে থানায় আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন আবুল কালাম।

বিজ্ঞাপন

ওসি ওয়ালী উল্যাহ জানান, আবুল কালাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে কচুয়া থানায় ১৮টি মাদকের মামলা রয়েছে। বর্তমানে ওই মামলার সবগুলোতে তিনি জামিনে রয়েছেন।

তিনি আরও জানান, আবুল কালাম পূর্বের মাদক ব্যবসা ছেড়ে স্ত্রী-সন্তানের সঙ্গে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান। তিনি কচুয়া বাজারে গুড়ের ব্যবসা করবে বলে জানিয়েছেন। এ জন্য তাকে ১৭২ কেজি গুড় ক্রয়ে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। তবে শর্ত সাপেক্ষে তাকে এ সুযোগ দেয়া হয়। তিনি নিয়মিত থানায় হাজিরা দেবেন।

বিজ্ঞাপন