শিবচরে মা ও শিশুপুত্রের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মা-ছেলের মরদেহ/ছবি: বার্তা২৪.কম

মা-ছেলের মরদেহ/ছবি: বার্তা২৪.কম

মাদারীপুরের শিবচরে একটি ভাড়া বাসা থেকে রেবা খাতুন (২৫) ও তার শিশুপুত্র রাইয়ানের (২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম কাঁচিকাটা গ্রামের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, লালটু মিয়া নামে এক ব্যক্তি স্ত্রী রেবা ও ছেলে রাইয়ানকে নিয়ে কাঁচিকাটা গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার সন্ধ্যা থেকে তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ তাদের কোনও সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রেবার মরদেহ উদ্ধার করে। আর বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় তার ছেলেকে।

পুলিশ জানায়, নিহতের স্বামী লালটু মিয়া স্থানীয় এক সমবায় প্রতিষ্ঠানের মালিক। অফিসের কাজে তিনি খুলনায় রয়েছেন।

বিজ্ঞাপন

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সোনাহর আলী জানান, মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানকে হত্যা করে রেবা আত্মহত্যা করেছেন।