কক্সবাজারে মালয়েশিয়াগামী ৭ রোহিঙ্গা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে আটক মালয়েশিয়াগামী ৭ রোহিঙ্গা, ছবি:বার্তা২৪.কম

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে আটক মালয়েশিয়াগামী ৭ রোহিঙ্গা, ছবি:বার্তা২৪.কম

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে মালয়েশিয়াগামী ৫ যুবতীসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, ৫ তরুণী ও ২ যুবক রয়েছেন। তারা সবাই উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বিজ্ঞাপন

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বার্তা ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বড় মহেশখালীর পাহাড়ের একটি পান বরজে কিছু রোহিঙ্গাকে জড়ো করেছেন দালারা এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে সাত রোহিঙ্গাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে গেছে।  

তাদের ক্যাম্প ফেরত পাঠানোর পাশাপাশি দালাল চক্রের সদস্যের সন্ধ্যানে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন