পাবনায় ভুয়া র্যাব কর্মকর্তা আটক
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড় এলাকায় চাঁদা আদায়কালে এক ভুয়া র্যাব কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার নাম মাহফুজুর আলম(৩০)। তিনি ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী কাচারীপাড়া মহল্লার মাসুদুর রহমানের ছেলে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
র্যাব জানায়, যশোরের শার্শা উপজেলার বশতপুরের ট্রাকচালক আমিরুল ইসলাম র্যাবের কাছে অভিযোগ করেন কয়েকদিন আগে দাশুড়িয়া মোড় থেকে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে তার কাছ থেকে আড়াই হাজার টাকা চাঁদা নিয়েছেন মাহফুজুর আলম নামে এক ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে দাশুড়িয়া মোড়ে অভিযান চালায় র্যাবের সদস্যরা। এসময় ট্রাকের কাছ থেকে চাঁদা আদায়কালে মাহফুজুরকে আটক করা হয়।
আটক মাহফুজুর আলম র্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরেই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। শনিবার সকালে (৬ এপ্রিল) তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।