ধর্মঘটে অচল কক্সবাজার সদর হাসপাতাল

  • মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্মঘটে অচল কক্সবাজার সদর হাসপাতাল। ছবি: বার্তা২৪.কম

ধর্মঘটে অচল কক্সবাজার সদর হাসপাতাল। ছবি: বার্তা২৪.কম

আনোয়ার হোসেন নামে এক রোগী ভুল চিকিৎসায় মারা গেছেন এমন অভিযোগে কক্সবাজার সদর হাসপাতালে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুই দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। আর অতর্কিত এই ধর্মঘটে অচল হয়ে পড়েছে চিকিৎসা কার্যক্রম।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে আয়োজিত মানববন্ধন থেকে এ ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠনগুলো।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ওই হামলার ঘটনায় আহত হয়েছেন চিকিৎসক ডা. সোহান, ডা. শিরিন ও ডা. নিশুসহ আরও কয়েকজন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চিকিৎসা সেবা বন্ধ রেখে শনিবার মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ সময় তাদের বুঝিয়ে কর্মস্থলে ফেরানোর চেষ্টা করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবছার। কিন্তু চিকিৎসকরা তাদের আশ্বাসে আস্থা নেই বলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/06/1554546624641.gif

বিজ্ঞাপন

মানববন্ধনে বিএমএর কক্সবাজারের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘যদি চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দেয়া না হয়, তাহলে সারা বাংলাদেশে ধর্মঘটের ডাক দেয়া হবে। প্রশাসনের উদ্দেশে বলতে চাই- আগে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করুন। অন্যথায় আমরা চিকিৎসা সেবা দিতে পারব না।’

কক্সবাজার মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি হাসিবুন নাসিম সোহান বার্তা২৪.কমকে বলেন, ‘একজন রোগী মারা গেছে। আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরও স্বজন নামধারী সন্ত্রাসীরা আমাদের ওপর দফায় দফায় হামলা করেছে। হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। অন্যথায় আমরা কর্মস্থলে ফিরে যাব না। যতদিন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করা না হবে ততদিন কর্মবিরতি চলবে।’

এ ঘটনার পর থেকে হঠাৎ চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে রোগী ও রোগীর স্বজনরা। অনেকে নিজেদের রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বেশিরভাগ রোগী চিকিৎসা না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান চেয়েছে তারা।

মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা সাদিয়া আফরিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে ডাক্তার আসছে না। আমি অপারেশনের রোগী। তারা বলছে বাড়ি চলে যেতে। কিন্তু এ অবস্থায় কী বাড়ি যাওয়া সম্ভব? একজন রোগীর জন্য সবাইকে কষ্ট দিচ্ছে তারা। চিকিৎসকরা অমানবিক আচরণ করছে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/06/1554546655255.gif

এদিকে সবকিছু গুছিয়ে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন রামুর নাজমুল হক। ক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘যাদের মনে মনুষ্যত্ব রয়েছে তারা কখনো মুমূর্ষু রোগী রেখে কর্মবিরতি করতে পারে না।’

এ বিষয়ে জানতে চাইলে মোবাইলে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান পাল বার্তা২৪.কমকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’ কিন্তু দুইদিনেও কেন সমাধানে আসতে পারেননি এমন প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে লাইন কেটে দেন।’

অন্যদিকে মারা যাওয়া আনোয়ারের স্বজনদের অভিযোগ, আরেক রোগীর ভ্যাকসিন তাদের রোগীকে দিয়ে দেয়া হয়েছে। এরপরই তার মৃত্যু হয়। এ বিষয়ে ইন্টার্নদের সঙ্গে কথা বলতে গেলে তারা উত্তেজিত হয়ে পড়ে। পরে কে বা কারা চেয়ার-টেবিল ভাঙচুর করেছে তা তারা জানেন না।