পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন পালন
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৮তম জন্মবার্ষিকী নানা আয়োজনে তাঁর জন্মভূমি পাবনায় পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার (৬ এপ্রিল) সকালে পাবনা শহরের গোপালপুরে হেমসাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর কেক কাটা হয়। তাছাড়া আয়োজন করা হয় চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানায়িকার জীবনের উপর আলোচনা করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম-বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ইউনিভার্সাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদেরসহ সভাপতি ডা. রামদুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।
বক্তারা দাবি করেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন শুধু পাবনার মেয়ে নন। তাঁর কারণে পুরো বিশ্ব আজ পাবনাকে চেনে, বাংলাদেশকে চেনে। তিনিই সকল শ্রেণি পেশার মানুষের স্বপ্নের নায়িকা হয়ে মনে গেঁথে আছেন এবং থাকবেন। তাঁর স্মৃতি ধরে রাখতে যুগপোযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।