সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান
অবৈধ ও অনিরাপদ গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রোববার (৭ এপ্রিল) দুপুর থেকে ও ধোপাদীঘিরপারস্থ আলফালাহ টাওয়ারের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। মেয়র আরিফুল হক এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে সহযোগিতা করছে বিস্ফোরক অধিদপ্তর, পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জালালাবাদ গ্যাস ও ফায়ার সার্ভিসের লোকজন।
এর আগে শুক্রবার(৬এপ্রিল) নগরীর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার পর শনিবার সকালে নগর ভবনে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পর্কিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিলেটের বিভিন্ন স্থানে অবৈধ ও অনিরাপদভাবে গড়ে উঠা অক্সিজেন ও গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের প্রয়োজনীয় অনুমোদন আছে কি না এবং পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে কি না সেসব বিষয় খতিয়ে দেখা হয়।
বৈধ কাগজপত্র না থাকায় বিভ্ন্নি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।