কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাদের সঙ্গে বৈঠক শেষে চলমান এই আন্দোলন প্রত্যাহারের কথা জানানো হয়।
বৈঠক শেষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজারের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান বার্তা২৪.কমকে জানান, জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়া ও হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়। এ প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন: কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ৪র্থ দিনে
আরও পড়ুন: ধর্মঘটে অচল কক্সবাজার সদর হাসপাতাল
আরও পড়ুন: কক্সবাজার সদর হাসপাতালে চলছে ধর্মঘট, চিকিৎসা সেবা বন্ধ