বার্তা২৪.কমে খবর প্রকাশ
গৌরীপুর রেলওয়ে কবরস্থানে সংস্কার কাজ শুরু
মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল বার্তা২৪.কমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে কবরস্থানের সংস্কার কাজ শুরু হয়েছে।
গত ২৯ মার্চ বার্তা২৪.কমে ‘পুকুর গিলে খাচ্ছে প্রিয়জনদের কবর’ শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর স্থানীয় এলাকাবাসী ও রেলওয়ের স্টাফরা নিজেরাই টাকা সংগ্রহ করে গত ৩ এপ্রিল থেকে কবরস্থানের সংস্কার কাজ শুরু করেছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে খোঁজ নিয়ে দেখা যায়, কবরস্থানের আগাছা ও জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। পুকুর থেকে শ্রমিকরা মাটি কেটে কবরস্থানের ভেঙে পড়া স্থানের জমি ভরাট করছেন। ইতোমধ্যে প্রায় এক কাঠার বেশি জমি মাটি কেটে ভরাট করা হয়েছে।
পাশাপাশি সংস্কার কাজের জন্য রেলওয়ে স্টেশন মসজিদের সামনে মাইকিং করে পথচারী ও ট্রেনযাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মিলন খান বলেন, ‘বার্তা২৪.কমে খবর ও ভিডিও স্টোরি দেখে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। পাশাপাশি আমরা এলাকাবাসী ও রেলওয়ে স্টাফরা যে যার মতো টাকা দিয়ে সংস্কার কাজ শুরু করে দিয়েছি। তবে সরকারের পক্ষ থেকে যদি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করে দেয়া হয় তাহলে কবরস্থানটি পুকুরের ভাঙন থেকে রক্ষা পাবে।’
অপর বাসিন্দা কামাল মিয়া বলেন, ‘আমরা কবরস্থান সংস্কারের জন্য তিন লাখ টাকা দিয়ে মাটি ভরাট করার উদ্যোগ নিয়েছি। সকলের সহযোগিতা নিয়ে ইতোমধ্যে ৩০ হাজার টাকার মাটি ভরাট করা হয়েছে। আমাদের টাকার সঙ্কট আছে, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিত্তবান ব্যক্তিরা যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে দ্রুত কবরস্থানের সংস্কার কাজ শেষ করা যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ বিভাগীয় রেলওয়ে নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস বলেন, ‘কবরস্থান সংস্কারের বিষয়ে স্থানীয় লোকজন আমার সাথে যোগাযোগ করেছেন। এ বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য আমি স্টেশন মাস্টারকে রেলওয়ে এস্টেট অফিসারের সাথে যোগাযোগ করতে বলেছি।’