এলাকায় নুসরাতের জানাজার নামাজের মাইকিং
সোনাগাজী পৌরসভায় আগুনে দগ্ধ মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জানাজার নামাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌরসভা এলাকায় একটি সিএনজিতে দুটি মাইক বেঁধে মাইকিং করা হচ্ছে।
মাইকিংয়ে বলা হচ্ছে, দুর্বৃত্তদের হাতে অগ্নিদগ্ধ আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির জানাজার নামাজ বাদ আছর অনুষ্ঠিত হবে। পৌরসভার মোহাম্মদ ছাবের পাইলট হাই স্কুল মাঠে সবাইকে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মারা যায় নুসরাত। ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেন।
ময়নাতদন্ত শেষে দুপুরে তার লাশ ফেনীর সোনাগাজী পৌরসভায় নিজ বাসভবনে আনা হচ্ছে।