নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

সাভার (ঢাকা): সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে বাইপাইল পযর্ন্ত থেমে থেমে চলছে যানবাহন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার থেকে মহাসড়কের আট কিলোমিটারব্যাপী যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/11/1554976693977.jpg

কয়েকজন পরিবহন চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যানজটের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কটির বলিবদ্র বাজার থেকে বাইপাইল পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। যেখানে আধা ঘণ্টারও কম সময় লাগার কথা। তার উপর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা।

বিজ্ঞাপন

তবে ঠিক কী কারণে হঠাৎ মহাসড়কটিতে যানজট দেখা দিয়েছে, তা জানা যায়নি। এ ব্যাপারে বাইপাইল ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।