মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড। ছবি: বার্তা২৪.কম

মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীতে একটি মাদক মামলায় মো. সোহেল সিকদার (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ জুলাই পুরান বাজার (চকবাজার) এলাকায় পটুয়াখালী সদর থানার এসআই হরিদাস নাগ অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ সোহেল সিকদারকে আটক করে। ওইদিন পটুয়াখালী সদর থানায় বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন তিনি। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের ২৬ জুলাই ওই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী অ্যাড. আরিফুল হক টিটু এবং আসামি পক্ষে কৌশলী ছিলেন অ্যাড. হুমায়ুন কবির।