শার্শা সীমান্তে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরের শার্শা সীমান্তে ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক সম্রাটকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় শার্শার ডিহি ইউনিয়নের বেলতলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন সেট ও ১৬ হাজার ৩৩২টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার বেলতা গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে ইমামুল ইসলাম ওরফে শাকাদুল (৩৩) ও কাশিপুর গ্রামের রফি উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৭)।
বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে মাদক ব্যবসায়ীরা একটি চালান নিয়ে সীমান্তের বেলতলা গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কম-কে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।