ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ২। ছবি: বার্তা২৪.কম

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ২। ছবি: বার্তা২৪.কম

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিপ গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে সরাইল খাটিহাতা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বার্তা২৪.কমকে জানান, সরাইল বিশ্বরোড থেকে মোটরসাইকেলটি দুই আরোহীসহ আশুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা জিপের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও জিপ গাড়িটি জব্দ করা হয়। তবে জিপের চালককে আটক করতে পারেনি পুলিশ।

ওসি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে সরাইল খাটিহাতা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিবারের খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন