আগুনে পুড়েছে মসজিদসহ ৫ প্রতিষ্ঠান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনে পুড়েছে মসজিদসহ ৫ প্রতিষ্ঠান। ছবি: বার্তা২৪.কম

আগুনে পুড়েছে মসজিদসহ ৫ প্রতিষ্ঠান। ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে মসজিদসহ ৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বানিয়াচং বড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বানিয়াচং ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান মো. রাকিব হোসেন জানান, শুক্রবার সকালে বড়বাজার সাব-রেজিস্ট্রি অফিসের মসজিদের বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৩৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তবে প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো- মসজিদের পার্শ্ববর্তী দোকান কলি পোলট্রি ফিড, মিলাদ ভ্যারাইটিজ স্টোর, বাননী ফ্যাশন ও ইসরাত টেলিকম।

বিজ্ঞাপন