শাহজাদপুরে সড়ক ও ব্রিজের দাবিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধরজামতৈল গ্রামে সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন, ছবি: বার্তা২৪

ধরজামতৈল গ্রামে সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন, ছবি: বার্তা২৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ধরজামতৈল গ্রামে সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবাস (১৯ এপ্রিল) ধরজামতৈল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে হাজি মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মানিকচান সরকার, শামীম আকন্দ, আব্দুল মজিদ, নূরু মোল্লা, আব্দুল কাদের প্রমুখ।

বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত এ গ্রামে রাস্তা, ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ করা হয়নি। উল্লেখযোগ্য কোনো উন্নয়নও হয়নি। স্থানীয় কৌনাই নদীর উপর একটি ব্রিজ ও সড়কের অভাবে এলাকার ১০ হাজার মানুষকে অতিরিক্ত পাঁচ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। সড়কটিতে মাটিও নেই। নদীর ধার দিয়ে অতি কষ্টে পায়ে হেঁটে চলতে হয়। নদীর উপর ব্রিজ না থাকায় তাদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

অবিলম্বে ধরজামতৈল গ্রামে সড়ক ও কৌনাই নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয়রা।