বান্দরবানে লালন পদ্মহেম উৎসব
লালন সংগীতের আসর বসে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে। লালন পদ্মহেম সংবর্ধনা ও স্মরণোৎসবকে ঘিরে শুক্রবার (১৯ এপ্রিল) এ উৎসব অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়া ও বান্দরবানের লালন সাধু, ভক্ত অনুরাগী শিল্পীদের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মত এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
অন্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নোমান হোসেন প্রিন্স, কুষ্টিয়া লালন একাডেমির শিক্ষক সম্যক গুরু ওস্তাদ আক্কাছ আলী সাইজী, জেলা লালন পরিষদের সভাপতি দিলীপ বড়ুয়া, সাধারণ সম্পাদক লালনব্রতী রতন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া জানান, বাউল সম্রাট লালন শাহের স্মরণে আয়োজিত লালন উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে লালন সাধু, ভক্ত ও অনুরাগী শিল্পীরা অংশ নিয়েছেন। লালন পদ্মহেম সংবর্ধনা ও স্মরণোৎসবটি দ্বিতীয়বারের মত বান্দরবানে সম্পন্ন হয়েছে। উৎসবে লালন সংগীত পরিবেশন ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা দেওয়া হয়।