বান্দরবানে গাঁজা বাগান ধ্বংস, নারী চাষী আটক
বান্দরবানের লামায় নিষিদ্ধ গাজা বাগান ধংস করেছে পুলিশ। এসময় খুরশিদা বেগম (৩৪) নামে এক গাজা চাষীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার সদর ইউনিয়নের রোয়াজাঝিরি এলাকায় পাহাড়ের ঢালে অন্যান্য ফসলের আড়ালে ২০ শতক জমিতে প্রায় ৮ শতাধিক গাঁজা গাছের চাষ করে এক দম্পতি। খবর পেয়ে লামা থানা পুলিশের কর্মকর্তা আমিনুল ইসলাম এবং কৃষ্ণ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশ গাঁজা বাগানটি সম্পূর্ণ ধংস করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। ঘটনাস্থল থেকে গাজা চাষের সঙ্গে জড়িত খুরশিদা বেগমকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আটক নারীর স্বামী মো. ইয়াহিয়া মিন্টু পালিয়ে যায়। এ ঘটনায় লামা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আমিনুল হক জানান, এক বছরের জন্য ষাট শতক জমি বর্গা নিয়ে ভুট্টা, পেঁপে, বেগুন, মরিচসহ বিভিন্ন ফসল চাষের আড়ালে নেশাদ্রব্য গাঁজা চাষ করে এ দম্পতি। খবর পেয়ে গাজা বাগানটি সম্পূর্ণ ধংস করা হয়। জড়িত একজন নারীকেও আটক করা হয়েছে।