অভিযোগ নয়, সমাধান চায় সরকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ছবি:বার্তা২৪.কম

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ছবি:বার্তা২৪.কম

সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকেও সামনের দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, অভিযোগ নয় সমাধান চায় সরকার। সেজন্য সকলকে একযোগে সরকারের উন্নয়ন ধারাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে।

রোববার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা তৈরির ফলে প্রতিনিয়ত দেশে নাগরিক জীবনে বহুবিধ সমস্যা তৈরি হচ্ছে। তাই অপরিকল্পিত স্থাপনাগুলো ভেঙে নিয়মমাফিক ও পরিবেশ সম্মত স্থাপনা করা হবে। বর্তমান সরকার পরিকল্পনা নিয়েছে প্রতিটি জেলা ও উপজেলায় একটি ভবনে সকল দপ্তরের প্রশাসনিক অফিস নিয়ে আসা।
এ কাজগুলো সম্পন্ন করতে সরকারের অর্থের কোনো সমস্যা নাই জানিয়ে মন্ত্রী বলেন এজন্য স্থানীয় সকলের সহযোগিতা প্রয়োজন।
এছাড়া মন্ত্রী আরও বলেন, বর্তমানে ঢাকায় প্রায় ৪০টি ভবনে সকল মন্ত্রণালয়ের কাজ চলে। ভবিষ্যতে সকল মন্ত্রণালয়গুলোর কাজ ৪টি ভবনের মধ্যে নিয়ে আসা হবে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রমজানে বিভিন্ন পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য আয়োজিত সভায় অংশ নেন মন্ত্রী।

বিজ্ঞাপন