রূপগঞ্জে গ্যাস পাইপ বিস্ফোরণে নিহত ২ 

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম   
  • |
  • Font increase
  • Font Decrease

রুপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত দুই, ধসে পড়ে বাড়ির দেয়াল, ছবি: বার্তা২৪.কম

রুপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত দুই, ধসে পড়ে বাড়ির দেয়াল, ছবি: বার্তা২৪.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। দুইজন দগ্ধসহ আহত হয়েছেন সাতজন। সোমবার (২২ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মেহেরপুর জেলার মজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামিম (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)। নিহত দুইজনই স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার সাওঘাট এলাকায় রাবেয়া আক্তার মিলির তিনতলা ভবনে স্থানীয় শিল্পকারখানার শ্রমিকদের জন্য মেস হিসাবে ভাড়া দেওয়া হয়। সোমবার ভোর ৩ টার দিকে হঠ্যাৎ বিকট শব্দ হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠে।

বিস্ফোরণে ভবনটির নিচতলার ৮ টি কক্ষের চারপাশের দেয়াল ধসে পড়ে। এসময় ঘটনাস্থলে শামিম ও হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আরও ৩ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলি বলেন, গ্যাসের রাইজার ঠিক আছে। কিন্তু ঘটনা কিভাবে ঘটলো সেটা বুঝতে পারছিনা। মনে হচ্ছে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপার ভাইজার ইসমাইল হোসেন বলেন, আগুনের সংস্পর্শে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।