বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট বগুড়া বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত গৃহবধূ / ছবি: বার্তা২৪

নিহত গৃহবধূ / ছবি: বার্তা২৪

বগুড়ার নন্দীগ্রামে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত গৃহবধূ খোদেজা বেগম (৩৮) নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের ভ্যান চালক ইন্তেজাজুর রহমানের স্ত্রী।

বিজ্ঞাপন

নিহত খোদেজা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে স্বামী-স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে স্বামী ইন্তেজাজুর চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন জেগে ওঠে। এ সময় ইন্তেজাজুর জানান, জানালা দিয়ে কে বা কারা ঘুমন্ত খোদেজার পেটের নিচের দিকে ছুরিকাঘাত করে। ওইসময় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে খোদেজা মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বার্তা২৪.কমকে জানান, নিহতের স্বামী ইন্তেজাজুর রহমানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দাম্পত্য কলহের জের ধরে তিনি নিজেই স্ত্রীকে হত্যা করেছে। পরে তার স্বীকারোক্তিতে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।