জাফলংয়ে নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

  • সিনিয়র করেসপন্ডেন্ট সিলেট বার্তা ২৪.কম:
  • |
  • Font increase
  • Font Decrease

কলেজছাত্র  আকিকুর রহমান অনিক, ছবি: বার্তা২৪.কম

কলেজছাত্র আকিকুর রহমান অনিক, ছবি: বার্তা২৪.কম

সিলেটের সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্টে পানিতে ডুবে আকিকুর রহমান অনিক নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি সিলেট সরকারি এমসি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার (২৬ এপ্রিল) জুমার নামাজের পর জাফলংয়ের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেড়াতে যাওয়া ৮ বন্ধুর মধ্যে তিন বন্ধু জিরো পয়েন্টে গোসল করতে নেমেছিলেন। এদের তিনজনই নদীতে তলিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয শ্রমিকদের নজরে  এলে তারা দ্রুত দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে আকিকুর রহমান অনিক নামের  ওই শিক্ষার্থী তলিয়ে যান। এরপর থেকে আকিক নিখোঁজ রয়েছেন। অনিকের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীনগঞ্জ উপজেলায়। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার বর্তমান বাসিন্দা।

খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজতে কাজ করছেন ‌। তবে বিকেল ৩ টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল কলেজছাত্র নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে নেমেছেন।

বিজ্ঞাপন