নুসরাত হত্যাকাণ্ড: গ্রেফতারকৃত শাকিলকে জেলহাজতে প্রেরণ
ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সন্দেহভাজন আসামি মহিউদ্দিন শাকিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে ফেনী শহরের উকিলপাড়ার একটি বাসা থেকে শাকিলকে গ্রেফতার করে পিবিআইয়ের একটি টিম। শাকিল সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের ছেলে।
গত ১৪ এপ্রিল নুসরাত হত্যা মামলার আসামি নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতে স্বীকারোক্তিতে জানান, নুসরাতের গায়ে আগুন দেয়ার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাকিল নীচে মাদরাসার গেট পাহারায় ছিলেন।
এ পর্যন্ত এ মামলায় এজাহারভুক্ত আসামি ৮ জনই গ্রেফতার হয়েছে। মামলাটিতে এখন পর্যন্ত ২ নারীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়। তারমধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ৮ জন।