লক্ষ্মীপুরে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাদরাসাছাত্র নিহত হওয়ায় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী, ছবি:বার্তা২৪.কম

মাদরাসাছাত্র নিহত হওয়ায় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী, ছবি:বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ইয়াসিন আরাফাত (৮) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রোববার (২৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।

নিহত ইয়াসিন আরাফাত স্থানীয় মো. বাবুলের ছেলে ও ওই মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের হামিদ মিয়াজী দাখিল মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ইয়াসিন আরাফাতকে চাপা দিলে  ঘটনাস্থলেই সে মারা যায়। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/28/1556435167156.jpg        মাদরাসাছাত্র নিহতের ঘটনায় ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধরা, ছবি: বার্তা২৪.কম

বিজ্ঞাপন

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মাদরাসা শিক্ষার্থী ও এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে। পরে সড়কে গাছের গুড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অবরোধ তুলে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।