বগুড়ায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত ট্রাফিক পুলিশের সদস্য, ছবি: সংগৃহীত

নিহত ট্রাফিক পুলিশের সদস্য, ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল ইসলাম (৫২)। তিনি বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির অধীনে মোকামতলা বন্দরে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে মোকামতলা বন্দরে সোনাতলা মোড়ে কর্তব্যরত অবস্থায় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন।

ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, সোমবার রাত ৯টার দিকে মোকামকতলা বন্দরের সোনাতলা মোড়ে কনস্টেবল নুরুল ইসলাম ডিউটি করছিলেন। এ সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।

নিহত নুরুল ইসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। তিনি চার কন্যা সন্তানের জনক।