বার্তা২৪.কমে সংবাদ প্রকাশ

সেই সেতু পরিদর্শনে দুদক, ঠিকাদারকে শোকজ

  • মনিরুজ্জামান বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এই ব্রিজ তৈরিতেই অনিয়ম করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, ছবি: বার্তা২৪

এই ব্রিজ তৈরিতেই অনিয়ম করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, ছবি: বার্তা২৪

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলা ৯নং গন্তর্ব্যপুর ইউনিয়নের এনায়েতপুর-ডাটরা সড়কের রাজ নারায়ণ খালের ওপর নব-নির্মিত সেই সেতুটি পরিদর্শন করলেন দুদকের কুমিল্লা আঞ্চলিক বিভাগের কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে পরিদর্শন শেষে দুদকের কুমিল্লা আঞ্চলিক বিভাগের সহকারী পরিচালক মো. মাহতাব উদ্দিন বার্তা২৪.কমকে জানিয়েছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই সেতুটি নির্মাণে গাফলতি প্রসঙ্গে একটি তদন্ত প্রতিবেদন ঢাকা দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করবেন।

বিজ্ঞাপন

https://www.barta24.com/details/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE/33946/%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87--%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B2!

এদিকে, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী বিভাগ থেকে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চাঁদপুরের হায়দার টেড্রার্সকে শোকজ করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা গেছে, সেতুটি ১৬ লাখ টাকায় ব্যয়ভার ধার্য করা হয়। ২০১৮ সালের ৮মে সাড়ে তিন/চার মিটার সেতু ও সংশ্লিষ্ট সড়কের তিন কিলোমিটার কার্পেটিংসহ প্রায় ১ কোটি ১০ লাখ টাকার কার্যাদেশ দেয়া হয়। কার্পটিংয়ের কাজ শেষ হলেও সেতুর কাজটি ধীরগতিতে চলছে।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী বলেন, ‘সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার ট্রেডার্সকে দুইটি শোকজ করা হয়। যথাসময়ের মধ্যে সেতুটি নির্মাণ কাজ শেষ না করায় পূর্বেই একটি শোকজ করা হয়। এছাড়াও গত ২৬ এপ্রিল সেতুতে ফাটল দেখা দেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূত কাজ করায় আরও একটি শোকজ করা হয়।’

সেতুতে ফাটল প্রসঙ্গে সহকারী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, ‘সাড়ে ১২ ইঞ্চির উপর আরও ২.৫ ইঞ্জি ওয়ারিং কোর্স ঢালাই দেয়া হয়। ওই ওয়ারিং কোর্সের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে ফাটল সৃষ্টি হয়। ওই সময় ৪৫মিনিট পরপর পানি দেয়ার কথা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে কোনো পানি না দেয়ায় এই সমস্যা সৃষ্টি হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করা ও ফাটল মেরামত করে দেয়া হয়েছে। এখানে সিমেন্ট ব্যবহারের সিস্টেম অনুযায়ী দেয়া হয়েছে।’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদার প্রথমে পুরাতন সেতুর মালামাল নতুন সেতুতে দিতে চাইলে তা প্রকৌশলী বিভাগ ও এলাকাবাসীর হস্তক্ষেপে নতুন ইট ব্যবহার করা হয়। সেতুটি ভাঙতে লেগেছে দুইমাস। এখন নতুন সেতু করতেও প্রায় দুই মাস। এতে জনদুভোর্গ বেড়েছে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/30/1556642473952.jpg

আহাম্মদপুর বাজার ব্যবসায়ী জয়নাল আবেদীন ও সুভাষ বলেন, ‘সেতুটি করার প্রথম থেকেই ঠিকাদারের গাফলতি দেখা গেছে। সেতুটি নির্মাণ করতে সরঞ্জাম সঙ্কট ছিল। এছাড়া বাজারের সবাই মিলে বিকল্প একটি বাঁশের সাকোঁ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছিল। ধীরগতিতে সেতুটি নির্মাণ হওয়া অন্তত দশগ্রামের জনগণ দুর্ভোগ পোহাচ্ছে।’

পরিদর্শনকালে দুদকের কর্মকর্তাগণ স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দুদকের কুমিল্লা আঞ্চলিক বিভাগের সহকারী পরিদর্শক মো. মোফাজ্জল হায়দার ও আনোয়ারুল মাসুদ, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, সহকারী প্রকৌশলী মো. জাহিদ হোসেন প্রমুখ। তবে ওই সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ‘পুরনো সেতুর রড নতুন সেতুতে’ শিরোনামে গত ৩০ মার্চ ও ‘দিনে সেতুর ঢালাই, রাতে ফাটল!’ শিরোনামে ২৬ এপ্রিল সচিত্র প্রতিবেদন বার্তা২৪.কমে প্রকাশিত হয়।