গুলি বিনিময়ে সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট বগুড়া বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুলি বিনিময়ে সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা নিহত। ছবি: প্রতীকী

গুলি বিনিময়ে সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা নিহত। ছবি: প্রতীকী

বগুড়ার শেরপুরে আবারো দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে সর্বহারা পার্টির এক আঞ্চলিক নেতা শফিউর রহমান জ্যোতি (৫৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত দেড়টার দিকে শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বার্তা২৪.কমকে জানান, গত রাতে শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি ব্রিজের কাছে গুলি বিনিময় হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত জ্যোতির নামে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি হত্যা মামলা।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাতে শেরপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সর্বহারা পার্টির দুই সদস্য নিহত হয়।