কেএসআরএম’র সৌজন্যে সিসি ক্যামেরার আওতায় বন্দর থানা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান/ছবি:  বার্তা২৪.কম

সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান/ছবি: বার্তা২৪.কম

ঢাকা: ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাকে। দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখার অংশ হিসেবে এই সিসি ক্যামরা স্থাপনে সম্পূর্ণ আর্থিক সহায়তা করছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর বন্দর এলাকায় শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বন্দর থানাধীন ওয়ার্ডগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

কেএসআরএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এ সময় তিনি বলেন, অনেক সময় চিহ্নিত করতে না পারায় অনেক অপরাধীকে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ে। সিসি ক্যামেরা স্থাপনে অপরাধীকে যেমন চিহ্নিত করা যাবে তেমনি এলাকায় অপরাধ প্রবণতাও রোধ হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, মহানগর কমিউনিটি পুলিশ সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কেএসআরএম মানবসম্পদ বিভাগের জিএম সৈয়দ নজরুল আলম, কেএসআরএম মার্কেটিং ডিজিএম রফিকুল আলম, কেএসআরএম সিনিয়র অফিসার-ব্র্যান্ড মিজান-উল-হক।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কেএসআরএম’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহরিয়ার জাহান বলেন, নগরে ক্যামেরা স্থাপন করে সমাজের সেবা করা একটি দুর্লভ সুযোগ। কারণ বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই রাষ্ট্র নিজ খরচে পুরো দেশকে আন্তর্জাতিক মানের নজরদারির আওতায় নিয়ে আসবে। তখন এই সুযোগ আর থাকবে না। তাই আমি মনে করি, জনগণ আর পুলিশের পাশে থাকার এটি একটি সুবর্ণ সুযোগ।

উল্লেখ্য রাজনৈতিক সহিংসতা, মাদক, জঙ্গিবাদ এবং অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নগরীতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।