ঘূর্ণিঝড় ফণি: ভয়ে আছেন আম চাষি-ব্যবসায়ীরা
ঘূর্ণিঝড় ফণির কারণে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে আম বাগানগুলোতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে চাষি ও ব্যবসায়ীরা।
ফণি মোকাবিলায় বৃহস্পতিবার (২ মে) বিকেলে প্রস্তুতিমূলক জরুরি সভা ডেকেছে জেলা প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ সদরের আরামবাগের বাসিন্দা আরিফ হোসেন (চাষি) জানান, সামান্য কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে যায়। আর ফোনির মতো বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানলে না জানি কী হয়। প্রচুর ভয় লাগছে। এখন আমের সময়। আল্লাহ ছাড়া এখন কেউ রক্ষা করার নাই।’
স্থানীয় আম ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, ‘প্রতিটি বাগানেই এখন আম ঝুলছে। ফোনির আঘাতে আমের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আতঙ্কে আছি।’
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক জানান, ফণির প্রভাবে ক্ষয়ক্ষতি কমাতে আজ বিকেলে প্রস্তুতিমূলক সভার ডাক দেয়া হয়েছে।
এদিকে ফণি’র প্রভাবে রাজশাহী অঞ্চলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক।