জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে মাদরাসার অধ্যাপক নিহত  

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, জয়পুরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়পুরহাটে রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল, এতে নিহত হন  আরোহী, ছবি: বার্তা২৪.কম

জয়পুরহাটে রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল, এতে নিহত হন আরোহী, ছবি: বার্তা২৪.কম

জয়পুরহাট শহরের ডাক বাংলা মোড়ের রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল গোফফার নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রেল গেটবিহীন ওই রেলক্রসিং দিয়ে মোটর সাইকেলে করে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গোফফার জয়পুরহাট শহরের সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সদর উপজেলার কড়ই গ্রামের মৃত সুজাত উল্ল্যাহর ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সুইপার কলোনি এলাকার রেলক্রসিং দিয়ে মোটর সাইকেলে শিক্ষক গোফফার রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের নিচে কাটা টড়ে গোফ্ফার মারা যায়।

বিজ্ঞাপন