আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে দু’দেশের বাণিজ্য সমৃদ্ধ হবে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন রীভা গাঙ্গুলি/ছবি: বার্তা২৪.কম

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন রীভা গাঙ্গুলি/ছবি: বার্তা২৪.কম

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সমৃদ্ধ হবে। দু’দেশের লোকজন সুবিধা পাবে।

বৃহস্পতিবার (০২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন দু’দেশের অনেক মানুষ যাতায়াত করছেন। সবার ব্যবসা বাণিজ্যও ভালো চলছে। রেললাইন তৈরি করা তো দুইদিনের কাজ না। এটা অনেক জটিল। নিরাপত্তার ব্যাপার আছে। আমাদের এবং বাংলাদেশ সরকারের কারিগরি দল বিষয়টি তদারকি করছে। আশা করি, শিগগিরই কাজের দৃশ্যমান অগ্রগতি হবে।

বিজ্ঞাপন

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, ২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে হাইকমিশনার আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

বিজ্ঞাপন