ফণী: বাগেরহাটের বগী-সাতঘর প্লাবিত
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পানির চাপ ও উচ্চতা বেড়ে যাওয়ায় বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে বগী ও সাতঘর গ্রাম প্লাবিত হয়েছে। ওই গ্রামের ক্ষতিগ্রস্ত লোকজন এখন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল থেকে শরণখোলার বলেশ্বর নদীর পানি বাড়তে শুরু করে। এরপর দুপুরের দিকে পানির চাপ বৃদ্ধি পায়। এতে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ ফোল্ডারের বাঁধ ভেঙে গিয়ে বাড়ি-ঘর প্লাবিত হয়।
বগী গ্রামের বাসিন্দা রাজ্জাক তালুকদার জানান, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। তাই লোকজন আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য রিয়াদুল হোসেন পঞ্চায়েত জানান, বেড়িবাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান জানান, বগী এলাকার বেড়িবাঁধের একটি অংশ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান বলেন, ‘বেড়িবাঁধ ভাঙার খবর শুনেছি। আমরা খোঁজও নিচ্ছি। প্রকল্পের লোকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মেরামত করার চেষ্টা করছি।’