বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে জয়মনি ঘোলের বাসিন্দারা

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় এলাকা উত্তাল, আশেপাশের বসতবাড়িতে সুনশান নীরবতা/ ছবি: সুমন শেখ

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় এলাকা উত্তাল, আশেপাশের বসতবাড়িতে সুনশান নীরবতা/ ছবি: সুমন শেখ

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ইতোমধ্যে ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (৩ মে) সন্ধ্যার পরে বাংলাদেশে আঘাত হানতে পারে ফণী।

ঘূর্ণিঝড় ফণী খুলনা এলাকায় প্রথম আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফণী মোকাবিলায় বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি ঘোলের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন বার্তা২৪.কম-এর ফটোগ্রাফার সুমন শেখ। ছবিতে দেখা যায়.....

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/03/1556891356316.gif
ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচতে বাগেরহাটের মংলাসহ আশেপাশের এলাকার বাসিন্দারা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন/ ছবি: সুমন শেখ
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/03/1556891445042.gif
উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে মাছ ধরতে যাননি জেলেরা/ ছবি: সুমন শেখ
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/03/1556891606265.gif
নিরাপত্তাকর্মীরা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা থেকে সাধারণ মানুষদেরকে এলাকা ছাড়তে নির্দেশ দিচ্ছেন/ ছবি: সুমন শেখ
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/03/1556891697577.gif
ফণী খুলনায় প্রথম আঘাত হানতে পারে, তাই সাধারণ মানুষজন তাদের সহায় সম্বল নিয়ে এলাকা ছাড়ছেন/ ছবি: সুমন শেখ