সিরাজগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত: নষ্ট হচ্ছে বোরো ধান
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুই দিন ধরে সিরাজগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে বোরো আবাদ ফসলের মাঠে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে কৃষকদের স্বপ্ন। শুধু ফসলের মাঠেই নয় স্থবির হয়ে পড়েছে জনজীবনও।
ঘূর্ণিঝড় ফণী (৪ মে) শনিবার সকাল ৬টায় বাংলাদেশে প্রবেশ করে। দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থান করে। এতে বৃষ্টিপাত আরো বৃদ্ধি পায়। তাড়াশের নিচু জমিগুলোতে বৃষ্টির পানিতে জমে নষ্ট হচ্ছে ইরি বোরো ধান।
উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানের ধান বৃষ্টির পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। আবার অনেকেই ধান কাটার পরেও মাড়াইয়ের কাজ করতে পারছেন না ফলে ওই সব ধানে চারা গাছ গজিয়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ ধান সিদ্ধ করে শুকাতে পারছেন না এই বৃষ্টির কারণে। এ অবস্থা চলতে থাকলে বহু কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
এ বছর তাড়াশ উপজেলায় চলতি মৌসুমে ২৩ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে তাড়াশে পুরো ফসলের মাঠ জুড়েই বোরো ধান হেলে পড়েছে। এ কারণে ওই জমিগুলোতে ৫ভাগ হলেও ফলন কম হবে বলে ধারণা করা হচ্ছে।