সিরাজগঞ্জে গাছের ডাল ভেঙে নানা-নাতনির মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ঝড়ে গাছের ডাল ভেঙে নানা ও নাতনির মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রায় দুইশ বছরের পুরনো গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত দুইজন হলেন, ভানুডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেন (৫৫) ও তার নাতনি একই গ্রামের বকুল মিয়ার মেয়ে বীথি (৮)।
কাজিপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ফরিদ উদ্দিন ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কাজিপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ভানুডাঙ্গা বাজারের প্রায় ২০০ বছরের পুরাতন একটি বটগাছ ভেঙে পড়ে যায়।
এসময় গাছের নিচে থাকা অন্তত ১০জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়া হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল হোসেন ও বিথি মারা যায়।
এসময় গাছ ভেঙে পড়ায় আশপাশের প্রায় ৫টি দোকান ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।