শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বৃত্তি প্রাপ্তদের একাংশ, ছবি: বার্তা২৪.কম

শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বৃত্তি প্রাপ্তদের একাংশ, ছবি: বার্তা২৪.কম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও এতিম সমাজ কল্যাণ সংস্থা আয়োজনে মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীমঙ্গল শাখার সভাপতি জহর তরফদার, টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মুসা, দরিদ্র ও এতিম সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা রহীমা বেগম, এস.কে দাশ সুমন, নুরুর রহমান প্রমুখ।

এ সময় ২০ জনকে মেধা মূল্যায়ন সনদপত্র ও শিক্ষা উপকরণ দেওয়া হয় পুরস্কার হিসেবে। তন্মধ্যে তিন জনকে মেধা বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন