ত্রিশালে প্রিজাইডিং অফিসারসহ আটক ১২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কায় সিল দেওয়া ব্যালট পেপার থাকায় প্রিজাইডিং অফিসার ফয়জুর রহমানসহ ১২ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আটক প্রিজাইডিং কর্মকর্তা ফয়জুর উপজেলার বাবুপুর নীলের বাজার দাখিল মাদরাসার সুপার। রোববার (৫ মে) দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকির বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ভোটের আগের রাতেই ৫০০ ভোটারের সিল দেওয়া ব্যালট পেপার পাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন দলটির বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন সরকার। এর আগে চতুর্থ ধাপে গত ৩১ মার্চ ময়মনসিংহের ১২ টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৫০৮ জন। পুরুষ ১ লাখ ৬০ হাজার ২৬৫ ও মহিলা ১ লাখ ৫৫ হাজার ২৭৬ জন। মোট ভোটকেন্দ্র ১২২ টি।

উল্লেখ্য, উচ্চ আদালতের রায়ে গত ২৮ মার্চ ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)।