পুলিশ বক্সের পাশে যানবাহনে গণডাকাতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

জীবননগরে সড়কে গাছ ফেলে ৮টি যানবাহনে ডাকাতি। ছবি: বার্তা২৪.কম

জীবননগরে সড়কে গাছ ফেলে ৮টি যানবাহনে ডাকাতি। ছবি: বার্তা২৪.কম

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে ৮টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ মে) মধ্যরাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পুলিশ বক্সের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পুলিশ বক্সের পাশে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি করে। ডাকাত দলের সদস্যরা ট্রাক, প্রাইভেটকার, সিএনজিসহ ৮টি যানবাহনে ডাকাতি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে পুলিশ। ডাকাতরা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে।

ডাকাতির কবলে পড়া ওই ৮ যানবাহনের মধ্যে জীবননগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতির গাড়িও ছিল।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহাবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রমজান মাসের প্রথম দিন রাতেই এমন ডাকাতির ঘটনায় চিন্তিত সাধারণ মানুষ। এ ঘটনায় বুধবার (৮ মে) দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।