শাহজাদপুরের কাছারি বাড়িতে ২ দিনব্যাপী রবীন্দ্র স্মরণ উৎসব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে বুধবার (৮ মে) থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। রবীন্দ্র কাছারি বাড়িতে ধোয়া, মোছা, গেট নির্মাণ, রংতুলি দিয়ে আঁকা বিভিন্ন শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে প্রতি বছরের ন্যায় এবারও এই ‘রবীন্দ্র স্মরণ উৎসব’ -এর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নানা আয়োজন থাকছে দুইদিনের এই উৎসবে।
বুধবার উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (৯ মে) সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খান জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- শিশু কিশোরদের চিত্রাঙ্কন, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা, বইমেলা, আলোচনা সভা, প্রবন্ধ আলোচনা, কবিগুরুর বিভিন্ন আঙ্গিকের কবিতা, গান, গীতিনৃত্যনাট্য এবং নাটকের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
উল্লেখ্য, তিন তৌজির অন্তর্গত ডিহি শাহ্জাদপুরের জমিদারি এক সময় নাটোরের রাণী ভবানীর অংশ ছিল। ১৮৪০ সালে শাহ্জাদপুরের জমিদারি নিলামে উঠলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৩ টাকা ১০ আনায় এই জমিদারি কিনে নেন। সেই সাথে শাহ্জাদপুরের কাছারি বাড়িটিও ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল বলে ধারণা করা হয়। ১৮৯০ থেকে ১৮৯৭ পর্যন্ত মাত্র আট বছর রবীন্দ্রনাথ ঠাকুর শাহ্জাদপুরে জমিদারি দেখাশোনার কাজে মাঝে মাঝে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন।
শাহ্জাদপুরের এ কাছারি বাড়িটি ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত ৩১ দরজা বিশিষ্ট একটি দোতলা ভবন। প্রায় দশ বিঘা জমির উপরে ভবনটির দৈর্ঘ্য ২৬ দশমিক ৮৫ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২০ মিটার। উচ্চতায় ৮ দশমিক ৭৪ মিটার। ভবনটির প্রতি তলায় সিঁড়িঘর ব্যতীত বিভিন্ন আকারের সাতটি ঘর রয়েছে। ভবনটির উত্তর-দক্ষিণে একই মাপের বারান্দাও আছে।
নিচতলার পশ্চিম দিকের ঘরটিতে ছিল কবির লাইব্রেরি। বর্তমান উত্তর দিকের বারান্দা দিয়ে ঢুকেই প্রথম যে ঘরটি সেখানেই কাছারি বাড়ির লাইব্রেরি। বাড়ির সামনে ফুলের বাগান। পাশেই রয়েছে ৬০০ আসনবিশিষ্ট ‘রবীন্দ্র স্মৃতি অডিটোরিয়াম’।
আরও পড়ুন: ‘রবীন্দ্রনাথের আদর্শ ধারণ করে জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে হবে’