সাভারে সিসা কারখানার বিষক্রিয়ায় হুমকিতে পরিবেশ
সাভারের আশুলিয়ায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানা। এসব কারখানা থেকে প্রতিনিয়ত বাতাসে মিশছে রাসায়নিক বিষ। যার নেতিবাচক প্রভাব পড়েছে আশপাশের পরিবেশে। ফলে হুমকিতে রয়েছে ওই এলাকার গাছপালা, ফল ও জৈববৈচিত্র।
স্থানীয়দের অভিযোগ, কারখানার রাসায়নিক বিষক্রিয়ায় বেশ কয়েকটি গরু মারা গিয়েছে। থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডিয়া ও দূর্গাপুর এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গড়ে উঠেছে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ১৫টি কারখানা। অসাধু ব্যক্তিরা প্রভাব খাটিয়ে খোলা আকাশের নিচে এসব কারাখানা গড়ে তুলেছে। শ্রীখন্ডিয়া এলাকার প্রভাবশালী আমজাদ হোসেনের মালিকানাধীন জায়গায় অবৈধভাবে সিসা কারখানা গড়ে তুলেছেন সজিব ও সুমন নামে দুই ব্যক্তি। পাশের গ্রাম দূর্গাপুরে আজাদ ও রেদওয়ান নামে আরও দুই ব্যক্তি প্রভাব খাটিয়ে গড়েছেন বেনামী আরও দুটি অবৈধ কারখানা।
স্থানীয় ইব্রাহিম হোসেন অভিযোগ করে বার্তা২৪.কম-কে বলেন, ‘গত ছয়-সাত মাসে অবৈধভাবে এলাকায় কয়েকটি সিসা কারখানা গড়ে তোলা হয়েছে। এসব কারখানায় রাতে পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হয়। সেখান থেকে নির্গত ধোঁয়ার বিষাক্ত রাসায়নিক আশপাশে ছড়িয়ে পড়ায় গাছপালা শুকিয়ে যাচ্ছে। এমনকি গাছের ফল আম ও কাঁঠাল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া নির্গত রাসায়নিক ঘাসের ওপর পড়ায় ওই ঘাস খেয়ে গবাদি পশু নানা রোগে আক্রান্ত হচ্ছে।'
থানায় এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বার্তা২৪.কম-কে জানান, অবৈধ সিসা কারখানার কারণে এলাকায় বসবাস করা কষ্টকর। গত কয়েক দিনে কয়েকটি গরু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু প্রশাসন এসব বিষয়ে নজর দেয়নি। কারণ পুলিশ অনৈতিক সুবিধা গ্রহণ করে অসাধু ব্যবসায়ীদের সহায়তা করছে।
শ্রীখন্ডিয়া এলাকার এক সিসা কারখানার মালিক সজিব, সুমন এবং দূর্গাপুর এলাকার আজাদ ও রেদওয়ান এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
আর আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘থানার ওসি স্যারকে একটু ফোন দিয়ে বলে দেন। তাহলেই আমি ব্যাপারটি কঠোরভাবে তদন্ত করব।’
সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘শ্রীখন্ডিয়া ও দূর্গাপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিসা কারখানার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে অভিযোগের সত্যতা যাচাই করে শিগগিরই অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’