ফণী: ক্ষতিগ্রস্ত ৩৫৬ পরিবার পাচ্ছে নতুন ঘর
নোয়াখালীতে ৩৫৬ পরিবারকে সরকারিভাবে নতুন ঘর করে দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তরা এই ঘর পাবে।
একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে এক হাজার বান্ডিল টেউটিন, ৩০ লাখ টাকা গৃহ মঞ্জুরি, ১৭ লাখ টাকা জিআর ক্যাশ এবং ৫৬০ মেট্রিক টন জিআর চাল ও সাড়ে চার হাজার প্যাকেট শুকনো খাবার।
শনিবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফণী দুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেসব্রিফিংয়ে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী জানান, আগামীকাল রোববার (১২ মে) থেকে দুর্গত এলাকায় ঘর তৈরির কাজ শুরু করা হবে। ঈদের আগেই এ নির্মাণ কাজ শেষ হবে।