শ্যামলী পরিবহনে যাত্রীর কাছে ২ কোটি টাকার কোকেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি।

ফাইল ছবি।

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়ে শ্যামলী পরিবহনের নৈশকোচ থেকে ২ কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধার করেছে পুলিশ। এ সময় মামুনুর রশিদ ও শাহ আলম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১২ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহ আলম।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কমান্ডার (পুলিশের এএসপি) খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলপিজি স্টেশন এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে মামুনুর রশিদ ও শাহ আলমের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। পরে অবৈধ মাদক বহনের দায়ে তাদের গ্রেফতার করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন