হবিগঞ্জে ১৯ হাজার মেট্রিক টন বোরো ধান-চাল সংগ্রহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বোরো ধান-চাল সংগ্রহ চলছে, ছবি: বার্তা২৪

বোরো ধান-চাল সংগ্রহ চলছে, ছবি: বার্তা২৪

সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় হবিগঞ্জ জেলায় প্রায় ১৯ হাজার মেট্রিক টন চাল এবং ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। ৯ উপজেলার ১০টি খাদ্য গুদামে এগুলো সরবরাহ করছে ৮৯টি রাইস মিল।

মঙ্গলবার (১৪ মে) শহরের গরুর বাজার এলাকাস্থ খাদ্য গুদাম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্যবসায়ী নেতা আলহাজ, আব্দুর রহমান, জেলা পারিষদের সদস্য নূরুল আমীন ওসমান, হুমায়ুন কবির রেজা, মিজানুর রহমান মিজান, কাউন্সিলর জাহির মিয়াসহ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, জেলার ১০টি খাদ্য গুদামে ১৫ হাজার ৬৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। এর মাঝে ৩৬ টাকা কেজি দরে ৯ হাজার ৬৩০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৬ হাজার ১ মেট্রিক টন আতব চাল। এছাড়াও ২৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে ৩ হাজার ৬৫৪ মেট্রিক টন বোরো ধান। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই বোরো সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন