সাভারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • উপজেলা করেসপন্ডেন্ট। বার্তা২৪.কম,সাভার, ঢাকা।
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ উদ্দিন, ছবি:বার্তা২৪

সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ উদ্দিন, ছবি:বার্তা২৪

সাভারের রাজাশন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত ফরিদ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ মে) সকাল ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালের নিউরো আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. দ্বীপ করিম তাকে মৃত ঘোষণা করেন। 

মঙ্গলবার রাত ১০টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিহত ফরিদ উদ্দিন সাভারের রাজাশন জোতকাশি এলাকার খিদি মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজাশন এলাকার একটি শাখা সড়ক হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন। সেখানে  প্রায় ১২ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. দ্বীপ করিম বার্তা২৪.কমকে জানান, রাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণের পর হাসপাতালে ভর্তি হন ফরিদ নামের ওই  বৃদ্ধ। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন