অসুস্থ বাবাকে দেখা হলো না শাহিনুরের
বগুড়ায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শাহিনুর বেগম (৪৫) নামের একজন নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন শাহিনুরের স্বামী আব্দুর রাজ্জাক। বুধবার (১৫ মে) রাত সোয়া ৮ টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থ বাবাকে দেখতে মোটর সাইকেল যোগে রংপুর থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী শাহিনুর।
পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ডে একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে প্রাণ হারান চালক আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহিনুর বেগম। নিহত শাহিনুরের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার ধাওয়া গ্রামে বলে জানা গেছে।
মোকামতলা ট্রাফিক ফাড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম বার্তা ২৪.কমকে জানান, বগুড়াগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ব্যর্থ হলে ট্রাকটির সাথে ধাক্কা লেগে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আরোহী শাহিনুর।
দূর্ঘটনায় আহত চালক আঃ রাজ্জাককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের হেলপার ও চালক পলাতক রয়েছে বলে জানান রাশেদুল। আটককৃত ট্রাকটি গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।