মিষ্টিতে তেলাপোকা, জরিমানা মাত্র ৫ হাজার টাকা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

মিষ্টিতে মরে আছে তেলাপোকা / ছবি: বার্তা২৪

মিষ্টিতে মরে আছে তেলাপোকা / ছবি: বার্তা২৪

বাগেরহাটের মংলায় খাবারের মধ্যে তেলাপোকা থাকায় এক ঘোষ ডেয়ারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মে) সন্ধ্যায় বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভার শেখ আ. হাই সড়কের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় অভিযানকারীরা ঘোষ ডেয়ারির মিষ্টির পাত্রে একটি তেলাপোকা দেখতে পেয়ে মালিক উত্তম ঘোষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

এছাড়া একই সময় নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বেচাকেনার অভিযোগে তালুকদার আব্দুল খালেক সড়কের আল মদিনা হোটেলকে ৩ হাজার ও বাংলাদেশ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম বলেন, ‘রমজান মাস জুড়ে শহরের দোকানপাটে এ অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

অভিযানকালে জড়ো হওয়া স্থানীয়রা অভিযোগ করে বলেন, মিষ্টির কড়াইয়ের মধ্যে তেলাপোকা পেয়ে মাত্র ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটা খুবই কম জরিমানা, কমপক্ষে ৫০ হাজার কিংবা তার বেশি
জরিমানা করা উচিৎ, তাহলেই তারা সতর্ক হবে এ সকল অসাধু ব্যবসায়ীরা।

এদিকে, রমজান শুরুর পর দেরিতে হলেও প্রশাসনের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযান চালানোতে প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, শুধু হোটেল, ঘোষ ডেয়ারি নয় অভিযানের আওতায় আনা প্রয়োজন মুদি, সবজি, মাছ ও মাংসের দোকানগুলোকেও।