বার্তা২৪.কম-এ খবর প্রকাশ
শিক্ষার্থী আজিদার পাশে দাঁড়ালেন ইউএনও
মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল বার্তা২৪.কম-এ খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরিপুরে মাদরাসা শিক্ষার্থী আজিদা আক্তারের (২০) পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা করিম। আজিদা গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরসার ফাযিল প্রথম শিক্ষা বর্ষের শিক্ষার্থী।
যে প্রতিবেদন প্রকাশের পর আজিদার পাশে দাঁড়ালেন ইউএনও-
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিজ কার্যালয়ে আজিদার হাতে ওই অনুদানের টাকা তুলে দেন। এ সময় গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনও ওই শিক্ষার্থীকে অনুদান দেন।
গত ৭ মে বার্তা২৪.কম-এ ‘হাত কাটল বাবার, স্বপ্ন পুড়লো মেয়ের’ শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসার পর তিনি ওই শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেন।
শিক্ষার্থী আজিদা আক্তার বলেন, ‘বার্তা২৪.কমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরেই ইউএনও স্যার ও ইউপি চেয়াম্যান আমাকে সহযোগিতা করেছেন। পাশাপাশি ইউএনও স্যার আমার পড়াশোনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাকে নিয়ে মানবিক প্রতিবেদন প্রকাশের জন্য বার্তা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ।
আরও পড়ুন: হাত কাটল বাবার, স্বপ্ন পুড়ল মেয়ের