গুণীজনদের স্বীকৃতি দিলে অন্যরা উৎসাহবোধ করে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ছবি: বার্তা২৪.কম

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ছবি: বার্তা২৪.কম

‘বাংলাদেশে অনেক চিন্তাবিদ, সাধক, দার্শনিকের জন্ম হয়েছে। আমরা গুণীজনদের সম্মান দেখালে, জাতিকেই সম্মান দেখানো হয়। তাদের স্বীকৃতি দেয়া হলে অন্যরাও ভালো কাজ করতে উৎসাহবোধ করে।’

রোববার (১৯ মে) গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির হল রুমে আয়োজিত ‘শিল্পকলা সম্মাননা পদক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

বিজ্ঞাপন

অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের ছোট বেলা দিয়ে ছেলে-মেয়েদের শৈশব বিচার করা ঠিক না। কারণ সময় পরিবর্তনশীল। তাই নিজের সময় দিয়ে সন্তানদের শৈশব বিচার করা ঠিক হবে না।’

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

পরে ২০১৮ ও ২০১৯ সালের ১০ জন গুণী শিল্পীর হাতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক তুলে দেয়া হয়।