শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

শঙ্খিনী সাপ। ছবি: বার্তা২৪.কম

শঙ্খিনী সাপ। ছবি: বার্তা২৪.কম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া বধ্যভূমি সংলগ্ন এলাকা থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ মে) রাত সাড়ে ৯টায় রঞ্জু কাহার নামে একজন পথচারী শঙ্খিনী সাপটিকে রাস্তায় দেখতে পান। সাপটিকে দেখে তিনি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/21/1558420363041.jpg

সজল দেব বলেন, ‘খবর পেয়ে ওই এলাকায় গিয়ে রাস্তার উপর সাপটি দেখতে পাই। পরে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি। সাপটি বর্তমানে শারীরিকভাবে কিছুটা দুর্বল রয়েছে। সাপটি সুস্থ হলে মৌলভীবাজার বন্য প্রাণী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অবমুক্ত করা হবে।’

বিজ্ঞাপন

শঙ্খিনী বা ভোতালেজ কেউটে বা ডোরা কালো কেউটে বা ডোরা শঙ্খিনী (ইংরেজি: Banded Krait) বৈজ্ঞানিক নাম: Bungarus fasciatus) হচ্ছে এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ। এই সাপের বিস্তৃতি দেখা যায় ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। এটি কেউটে সাপের ভেতরে সবচেয়ে দীর্ঘ এবং এটির সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে ২.১ মিটার।