চুয়াডাঙ্গায় কৃষকের সঙ্গে ধান কাটলেন জেলা প্রশাসক
চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকের সঙ্গে ধান কেটে বোরো মৌসুমের ধান সংগ্রহ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
মঙ্গলবার (২১ মে) সকালে চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ উদ্বোধন করার জন্য জীবননগরে যাওয়ার পথে পেয়ারাতলা নামক স্থানে সড়কের ধারেই একটি ক্ষেতে জেবুনেছা নামে এক নারীকে ধান কাটতে দেখে তিনি গাড়ি থেকে নেমে ওই ক্ষেতে ধান কাটতে নামেন।
কৃষকেরা একা নয় আমরা আছি তাদের পাশে এই- স্লোগানকে সামনে রেখে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছে থেকে ধান কিনতে আহবান করেন জেলা প্রশাসক।
এদিকে ধানের মূল্য না থাকাসহ চলতি বোরো মৌসুমে সারাদেশের মতো চুয়াডাঙ্গার চারটি উপজেলাতেই দেখা দিয়েছে শ্রমিক সংকট। শ্রমিক সংকটের পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণেও দুঃচিন্তায় পড়েছেন সাধারণ কৃষকরা।
বোরো মৌসুমের ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ।